বহরমপুর , 9 জানুয়ারি : ঢালাই মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম আরতি মণ্ডল (72) । বহরমপুর থানার বেলপুকুরের ঘটনা ।
ঢালাই মেশিনে পিষ্ট হয়ে মহিলার মৃত্যু - মিক্সচার মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু
নিজের বাড়ির সামনেই বসেছিলেন আরতিদেবী ৷ সেখানেই দুর্ঘটনায় মারা যান তিনি ৷
আজ সকালে নিজের বাড়ির সামনেই বসেছিলেন আরতিদেবী । সেই সময় একটি ট্রাক্টর ঢালাই মেশিন টেনে আনছিল । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কোনও কারণে ট্রাক্টরের সঙ্গে লাগানো ঢালাই মেশিনের ঝালাইটি খুলে যায় । ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢালাই মেশিনটি প্রথমে ওই মহিলাকে পিষে দেয় । দেহটিকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে মেশিনটি ধাক্কা মারে ইটের গাদায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় আরতিদেবীর । ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায় ।
ঘটনাস্থানে পুলিশ আসার পর পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় । পরে ঘাতক গাড়ি ও ঢালাই মেশিনটি আটক করে পুলিশ ।