পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডোমকলে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ - TMC

ডোমকলে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে খুনের অভিযোগ ৷ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ অভিযোগ বুধবার ছাগল কেনােবেচাকে কেন্দ্র করে হওয়া বচসার জেরে এই খুন করা হয়েছে ৷ যদিও, খুনের আসল কারণ জানতে, পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

a-tmc-worker-murder-by-goons-in-domkol-murshidabad
ডোমকলে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ

By

Published : Jul 15, 2021, 2:17 PM IST

ডোমকল (মুর্শিদাবাদ), 15 জুলাই : ছাগল কেনা-বেচাকে কেন্দ্র করে বচসা ৷ আর সেই বচসা থেকেই প্রকাশ্যে গুলি করে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলায় ৷ নিহত তৃণমূল নেতার নাম আমিরুল মণ্ডল ৷ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, ছাগল কেনা ও বেচাকে কেন্দ্র করে আমিরুল মণ্ডল এবং শাহজাহান নামে এক ব্যক্তির মধ্য়ে বুধবার ব্যাপক বচসা হয় ৷ অভিযোগ সেই বচসার জেরেই বৃহস্পতিবার সকালে ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলা এলাকায় আমিরুলকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী ৷ সেই সময় একটি চায়ের দোকানে বসেছিলেন আমিরুল ৷ তখনই বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা ৷ বেশ কয়েকটি গুলি আমিরুলের বুকে লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷ গুলি লাগতেই সেখানেই লুটিয়ে পড়েন তিনি ৷ ঘটনার পরেই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় ৷

আরও পড়ুন : মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন

সেখানে উপস্থিত লোকজন আমিরুলকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা আমিরুল মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনায় শাহজাহান সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ছাগল কেনাবেচা নিয়েই দ্বন্দ্ব নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আমিরুলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details