সুতি, 27 জুন : কলকাতা পুলিশের দেওয়া সূত্র ধরে এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ । উদ্ধার হয় 62 কেজি গাঁজা ৷ ধৃতের নাম রাজু দত্ত ৷ মণিপুর থেকে উত্তরবঙ্গে আসা গাঁজা সে পাচারের চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে খবর ৷
62 কেজি গাঁজা-সহ গ্রেপ্তার এক পাচারকারী - A smuggler from North Bengal
গতকাল দুপুরে 34 নম্বর জাতীয় সড়কের উপর চাঁদেরমোড় টোল প্লাজা থেকে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 62 কেজি গাঁজা। আটক করা হয়েছে WB74S-7040 নম্বরের একটি গাড়ি ।
পাচারের আগাম খবর পেয়ে সেই তথ্য সুতি থানাকে দেয় কলকাতা পুলিশের টাস্ক ফোর্স। সূত্র ধরে 34 নম্বর জাতীয় সড়কের উপর চাঁদেরমোড়ে নাকা চেকিং শুরু করে সুতি থানার পুলিশ। গতকাল দুপুরে নির্দিষ্ট নম্বরের গাড়িটি আসতেই সেটি আটক করে তল্লাশি শুরু করে পুলিশ । গাড়ির ডিকি থেকে মেলে ৬২ কেজি গাঁজা । যার বাজারমূল্য কয়েক লাখ টাকা । গাঁজাগুলি মণিপুর থেকে উত্তরবঙ্গ আসে। সেখান থেকেই সেগুলি পাচারের চেষ্টা করছিল রাজু দত্ত । তাঁর বাড়ি জলপাইগুড়ি জেলার NJP মোড় এলাকায় । রাজু দত্তকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ । আটক করা হয়েছে WB74S-7040 নম্বরের একটি গাড়ি ।
চক্রের সঙ্গে বড়সড় র্যাকেট জড়িত বলেই অনুমান পুলিশের। ধৃতকে পুলিশ হেপাজতে নিয়ে তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "ধৃতকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে । আগামীকাল তাকে আদালতে তোলা হবে ।"