মুর্শিদাবাদ, 8 মে : স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে না পেরে রাস্তায় সন্তান প্রসব করলেন অন্তঃসত্ত্বা ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনায় বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে রইল সদ্যোজাত । যে ঘটনায় বাংলার স্বাস্থ্য পরিকাঠামো কাঠগড়ায় দাঁড় করালেন স্থানীয় মানুষ । নজরে আসায় স্থানীয়রাই পুলিশে খবর দেন এবং তাঁরাই সদ্যোজাত ও মাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান । স্থানীয় মানুষই রক্তের ব্যবস্থা করেন প্রসূতির জন্য । আপাতত দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা । শুক্রবার রাতে এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন রঘুনাথগঞ্জের বাসিন্দারা ।
হাসপাতালে পৌঁছতে না পেরে রাস্তাতেই সন্তান প্রসব অন্তঃসত্ত্বার - স্বাস্থ্য কেন্দ্র
শুক্রবার রাতে হাসপাতাল পৌঁছতে না পেতে রাস্তায় সন্তান প্রসব করেন এক অন্তঃসত্ত্বা । প্রসবের পর তিনি জ্ঞান হারান । ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার মহম্মদপুরে । পরবর্তী সময়ে স্থানীয় এক সমাজসেবীর সাহায্যে সদ্যোজাত ও প্রসূতিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় ৷
আরও পড়ুন : বারুইপুর স্টেশনে সন্তান প্রসব, হাসপাতালে পাঠাল রেল পুলিশ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হাসপাতাল পৌঁছতে না পেতে রাস্তায় সন্তান প্রসব করেন অন্তঃসত্ত্বা । প্রসবের পর তিনি জ্ঞান হারান । এদিকে তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে সদ্যোজাত । ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার মহম্মদপুরে । ওখানে বিষয়টি লোকজনের নজরে আসে । এদিকে মায়ের জ্ঞান ফেরার পরেই বাচ্চাটিকে খুঁজতে শুরু করেন তিনি । বিশিষ্ট সমাজসেবী শাহাদাত হোসেন খবর পেয়ে স্থানীয় যুবক ও পুলিশের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন তিনি । রাতেই প্রসূতি মায়ের জন্য রক্তেরও ব্যবস্থা করেন স্থানীয় যুবকরা । আপাতত সুস্থ অবস্থায় জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মা ও নবজাতক । তবে, এই ঘটনায় স্বাস্থ্য পরিকাঠামোর প্রশ্ন উঠেছে । স্থানীয়দের দাবি, রাজ্য সরকার প্রসূতি মায়েদের জন্য নানা আশ্বাস দিলেও এখনও অবহেলিত তাঁরা । স্বাস্থ্যকেন্দ্রে এবং যোগাযোগের অভাবেই এই পরিস্থিতিতে পড়তে হয়েছে প্রসূতি মাকে ।