পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লরির ধাক্কায় মৃত্যু অন্তঃসত্ত্বার, বেরিয়ে এল ভ্রূণ - সালার থানা

আজ সকালে মইনুল শেখ ও তাঁর অন্তঃসত্ত্বা বিবি সাদিয়া বেগম (22) কাটোয়ায় চিকিৎসা করতে যাওয়ার সময় একটি লরি পিছনে থেকে এসে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা মহিলার ৷ ধাক্কায় মহিলার পেট থেকে বেরিয়ে রাস্তায় ছিটকে পড়ে 9 মাসের ভ্রূণ ।

A nine-month-pregnant woman and her fetus died
লরির ধাক্কায় মৃত্যু ন মাসের অন্ত:সত্ত্বা মহিলা ও ভ্রূণের

By

Published : Jul 13, 2020, 9:35 PM IST

কাটোয়া, 13 জুলাই : সালার কাটোয়া রাজ্য সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলার । ঘটনাটি ঘটেছে সালার-কাটোয়া রাজ্য সড়কের উপর স্বর্ণহাটি এলাকায় । ঘটনাস্থানে চাঞ্চল্য ছড়ায় এলাকায়, ভিড় জমে স্থানীয় বাসিন্দাদের ৷ খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় ।

আজ সকালে সালারের আঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা মইনুল সেখ ও তাঁর অন্তঃসত্ত্বা বিবি সাদিয়া বেগম (22) কাটোয়া যাচ্ছিলেন চিকিৎসা করাতে । এমন সময় সালার-কাটোয়া রাজ্য সড়কের উপর স্বর্ণহাটি এলাকায় একটি লরি পিছনে থেকে এসে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মহিলার ৷ ধাক্কায় মহিলার পেট থেকে বেরিয়ে রাস্তায় ছিটকে পড়ে নয় মাসের ভ্রূণ ।

লরির ধাক্কায় মৃত্যু ন মাসের অন্ত:সত্ত্বা মহিলা ও ভ্রূণের

এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সালার থানার পুলিশ ও কেতুগ্রাম থানার পুলিশ প্রশাসন । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়।

ABOUT THE AUTHOR

...view details