পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আপত্তিকর অবস্থায় স্ত্রী ! খুনের চেষ্টায় আক্রান্ত আরও দুই - Murshidabad News

স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্ক নিয়ে ওই দম্পতির বেশ কিছুদিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল । আজ সকালে স্ত্রীকে এক আত্মীয়ের সঙ্গে ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়েই হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করে । প্রতিবেশী ফেরদৌস বিবি বাধা দিতে এলে তাঁকেও এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ ।

Murshidabad News
Murshidabad News

By

Published : Sep 13, 2020, 6:01 PM IST

ডোমকল, 13 সেপ্টেম্বর : স্ত্রীকে বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । বাধা দিতে গেলে প্রতিবেশী এক মহিলাসহ আরও দুজনকে এলোপাতাড়ি কোপায় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ডোমকল থানার দশ নম্বর ঘোড়ামারা পঞ্চায়েতের কামুরদিয়ার গ্রামে । অভিযুক্ত রাফাত শেখকে আটক করেছে ডোমকল থানার পুলিশ । ঘটনায় গুরুতর জখম দুই মহিলাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ওই দম্পতির বেশ কিছুদিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল । আজ সকালে স্ত্রীকে এক আত্মীয়ের সঙ্গে ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়েই হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করে । প্রতিবেশী ফেরদৌস বিবি বাধা দিতে এলে তাঁকেও এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ ।

বাধা দিতে এসে আক্রান্ত হয়েছেন সরিফুল শেখ নামে এক প্রতিবেশী । তবে সরিফুলের জখম গুরুতর নয় । তাকে ডোমকল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি দুই মহিলাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সঙ্গে সঙ্গে কলকাতা রেফার করা হয়েছে। দুই জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর প্রতিবেশীরাই অভিযুক্ত রাফাত শেখকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। উদ্ধার করা হয়েছে খুনের চেষ্টায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি ।

ABOUT THE AUTHOR

...view details