পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসাধীন যুবতির শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হাসপাতালের কর্মী - A fourth class employee of the hospital was arrested

জঙ্গিপুর মহকুমা হাসপাতালে গত শুক্রবার হৃদরোগ সমস্যায় ভরতি হয়েছিল বছর বাইশের যুবতি ৷ আজ ভোরে হঠাৎই তারক সূত্রধর নামে হাসপাতালেরই এক চতুর্থ শ্রেণির এক কর্মী মত্ত অবস্থায় ওই যুবতির শ্লীলতাহানি করে বলে অভিযোগ ।

A fourth class employee of the hospital was arrested due to molesting a patient
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী

By

Published : Jun 24, 2020, 12:05 PM IST

জঙ্গিপুর, 23 জুন : চিকিৎসাধীন যুবতিকে শ্লীলতাহানির অভিযোগ উঠল হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন রোগীর আত্মীয়রা ।

স্থানীয় ও নিগৃহিতার পরিবার সূত্রে খবর, জঙ্গিপুরের বাসিন্দা বছর বাইশের যুবতি হৃদরোগ সমস্যায় গত শুক্রবার ভরতি হয় জঙ্গিপুর হাসপাতালে । HDU ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর । আজ ভোরে হঠাৎই মত্ত অবস্থায় ওই যুবতির কাছে যায় তারক সূত্রধর নামে হাসপাতালেরই এক চতুর্থ শ্রেণির এক কর্মী । অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে সে । শ্লীলতাহানি করে ওই যুবতির । কোনক্রমে জল খাওয়ার অছিলায় ইউনিট থেকে বেড়িয়ে পরিবারের সদস্যদের গোটা ঘটনাটি জানায় ওই যুবতি । এরপরই অভিযুক্ত তারককে ধরে ফেলে নিগৃহীতার পরিবারের সদস্যরা । হাসপাতালের মধ্যেই বেধড়ক মারধর করা হয় তাকে । খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায় । পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে অভিযুক্তকে ।

পুলিশের দাবি, জেরায় গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে ধৃত । তদন্তে গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ । হাসপাতালের ভিতরে এহেন ঘটনায় আতঙ্কিত সমস্ত রোগী ও তাঁদের পরিবার। প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে ।

ABOUT THE AUTHOR

...view details