নওদা, 30 মার্চ : মাদক পাচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ । ধৃতদের তল্লাশি করে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ । একটি মোটর বাইকও আটক করা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, ধৃত দম্পতির নাম সুজন মণ্ডল ও প্রার্থনা মণ্ডল । তাঁদের জিয়াগঞ্জ থানার অম্বর নগরে বাড়ি । সোমবার রাতে হরিহরপাড়া নওদা রাজ্য সড়কে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ । গভীর রাতে দ্রুতগামী একটি মোটর বাইক পুলিশের পাশ দিয়ে বেপরোয়াভাবে বেড়িয়ে যায় । সঙ্গে সঙ্গে বাইকটি ধাওয়া করে পুলিশ । গজনিপুরে বাইক ফেলে ওই দম্পতি পালানোর চেষ্টা করলে পুলিশ দু-জনকেই ধরে ফেলে ।