পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Civic Volunteer Beaten up: এসআই পরিচয়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধর, নিউ ফরাক্কা স্টেশনে উত্তেজনা - Civic Volunteer Beaten up

নিউ ফরাক্কা স্টেশনে কর্তব্যরত সিভিক ভলানটিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে (Civic Volunteer Beaten up)। সোমবার সকালে প্রকাশ্যে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনে। প্লাটফর্ম নম্বর ১ এ কর্মরত রেলওয়ে জিআরপির সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

Etv Bharat
কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মার

By

Published : Mar 27, 2023, 9:46 PM IST

কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মার

ফরাক্কা, 27 মার্চ: নিউ ফরাক্কা স্টেশনে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে (Allegation of Beating Civic Volunteer)। সোমবার সকালে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা জংশন স্টেশনে। প্লাটফর্ম নম্বর 1-এ কর্মরত রেলওয়ে জিআরপির সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নিজেকে এসআই পদমর্যাদার পুলিশ বলে পরিচয় দিয়েছেন ৷

ফরাক্কা স্টেশনের জিআরপি থানায় অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। রেলওয়ে জিআরপি সূত্রে জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম রবীন্দ্রনাথ চৌধুরী। সোমবার তিনি প্ল্যাটফর্মে কর্মরত ছিলেন ৷ সেই সময় নিউ ফরাক্কা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কয়েকজন যাত্রী মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিলেন ৷ কর্মরত রেলওয়ে জিআরপির সিভিক ভলান্টিয়ার প্রতিবাদ করায় যাত্রীদের মধ্যে একজন নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেন ৷ এরপর ওই ব্যক্তির সঙ্গে সিভিক ভলান্টিয়ারের বচসা বাঁধে ৷ তা ক্রমেই হাতাহাতির পর্যায়ে পৌঁছয় ৷ পুলিশি পরিচয় দেওয়া ওই যাত্রী সিভিক ভলান্টিয়ারের উপরে চড়াও হন বলে অভিযোগ। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই ব্যক্তি। তারপর সিভিক ভলান্টিয়ারকে লাথি ও ঘুষিও মারেন তিনি।

আরও পড়ুন:তিলজলার নাবালিকা খুনে রণক্ষেত্র বন্ডেল গেট, ভাঙচুর-ইটবৃষ্টি-আগুন

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়েই ছুটে আসেন ৷ তারা এসে ওই ব্যক্তির হাত থেকে সিভিক ভলান্টিয়ারকে রক্ষা করেন । বিষয়টি জানাজানি হতেই স্থানীয় জিআরপির ওসিও ছুটে আসেন নিউ ফরাক্কা স্টেশনে । সেই সময় মারধর করা অভিযুক্ত যাত্রী সেখান থেকে পালিয়ে যান বলে জানা গিয়েছে । ঘটনার পর আহত সিভিক ভলান্টিয়ারকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ রেলওয়ে জিআরপির এই সিভিক ভলান্টিয়ার নিউ ফরাক্কার জিআরপি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ফরাক্কা স্টেশনের জিআরপি । এদিকে এই ঘটনার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই মূহূর্তে ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা ।

ABOUT THE AUTHOR

...view details