পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fever: মুর্শিদাবাদ মেডিক্যালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি 94 শিশু - মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

মুর্শিদাবাদে ক্রমশ বাড়ছে শিশুদের অজানা জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যায় ৷ আজ পর্যন্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে 94 জন শিশু ভর্তি রয়েছে ৷ যদিও কয়েকদিন আগে সংখ্যাটা 160 ছিল বলে জানা গিয়েছে ৷

94 Child Admit at Murshidabad Medical College for unknown fever
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি 94 জন শিশু

By

Published : Sep 15, 2021, 9:27 PM IST

বহরমপুর, 15 সেপ্টেম্বর : অজানা জ্বরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি 94 জন শিশু ৷ গতকাল থেকে আজ অর্থাৎ, বুধবার পর্যন্ত মোট 30 জন শিশুকে বিভিন্ন হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার তথা সহ অধ্যক্ষ চিকিৎসক অমিয় কুমার বেরা ৷ তবে, আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ৷ হাসপাতাল এবং স্বাস্থ্য দফতরের তরফে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷

রাজ্যের অন্যান্য জেলার মতো, মুর্শিদাবাদেও অনেক শিশু অজানা জ্বর আক্রান্ত হয়েছে ৷ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুদের ভিড় ক্রমশ বাড়ছে ৷ হাসপাতালের সুপার তথা সহ অধ্যক্ষ অমিয় কুমার বেরা জানিয়েছেন, ‘‘এ নিয়ে আতঙ্কের বা চিন্তার কিছু নেই ৷ কোথাও যেন কোনও গুজব না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ৷ গত কয়েকদিনে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বর নিয়ে বেশকিছু শিশু ভর্তি হয়েছে ৷ এখন পর্যন্ত সর্বাধিক 160 জন এই হাসপাতালে ভর্তি হয়েছিল ৷ আজকের হিসাব অনুয়ায়ী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 94 জন শিশু ভর্তি রয়েছে ৷’’

আরও পড়ুন : Fever : উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস

তিনি আরও জানিয়েছেন, ‘‘শিশুদের শরীরে করোনা বা নিউমোনিয়ার কোন লক্ষ্মণ মেলেনি ৷ অতএব আতঙ্কের কোনও কারণ নেই ৷ এছাড়া, হাসপাতালের শিশু বিভাগ যে কোনও সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে ৷’’ তবে, ছয় শিশুর অবস্থার অবনতি হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি ৷ হাসপাতাল সূত্রে খবর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে 70টি শয্যা রয়েছে ৷ সেখানে সর্বাধিক 130 জন শিশুকে ভর্তি করানো যেতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ ফলে হাসপাতালের শয্যা নিয়েও বেশ সমস্যা তৈরি হয়েছে ৷

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি 94 জন শিশু

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়

ABOUT THE AUTHOR

...view details