পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ মেডিক্যালে মৃত্যু 9 সদ্যোজাতের - মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

Newborns died in Murshidabad Medical: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত 24 ঘণ্টায় 9 জন সদ্যোজাত শিশুর ৷ ওই শিশুদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এই মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল ৷ এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ গড়া হয়েছে তদন্ত কমিটি ৷

Newborns died in Murshidabad Medical
Newborns died in Murshidabad Medical

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 7:51 PM IST

বহরমপুর, 7 ডিসেম্বর: গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল ন'জন সদ্যোজাত শিশুর । ওই শিশুদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাদের এসএনসিইউ এবং পিকুতে রাখা হয়েছিল । কিন্তু ওই ন’জন শিশুকে বাঁচানো সম্ভব হয়নি ।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অনাদি রায় বলেন, ‘‘সব ক’টি শিশুই আন্ডার ওয়েট ছিল । দুর্বল শিশুদের বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসার কোনও গাফিলতি ছিল না ।’’ হাসপাতাল সূত্রে খবর, ওই শিশুদের পরিস্থিতি বুঝে এসএনসিইউ বা পিকুতে ভর্তি করা হয়েছিল । কিন্তু 24 ঘণ্টার মধ্যে এক এক করে মৃত্যু হয় ন'জনেরই ।

তবে ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে । চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ শুরু করেন মৃত শিশুদের পরিজনরা । এদিকে ঘটনায় তিনজনের তদন্ত কমিটি গঠন করে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । আগামিকাল শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলেও খবর ।

জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুরত্ব প্রায় 55 কিমি । এতটা রাস্তা নিয়ে আসার কারণেই ওই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হয়, উঠছে প্রশ্ন ৷ অন্যদিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার অবিনাশ কুমার বলেন, ‘‘জঙ্গিপুরে এখনও এসএনসিইউ বা পিকুর ব্যবস্থা নেই । শিশুদের অবস্থা খারাপ হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছিল ।’’ সুপার আরও জানান, জঙ্গিপুর হাসপাতালে এসএনসিইউ তৈরির কাজ চলছে । আগামী এক মাসের মধ্যে কাজ হয়ে যাবে ।

আরও পড়ুন:

  1. মাতৃযান বিকল, সময়মতো চিকিৎসা না পেয়ে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ
  2. মালদার পুনরাবৃত্তি বাঁকুড়ায়, বেহাল রাস্তার শিকার হয়ে পথেই মৃত্যু প্রসূতির
  3. পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ, মিলল সিসিটিভি ফুটেজ

ABOUT THE AUTHOR

...view details