বহরমপুর, 7 ডিসেম্বর: গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল ন'জন সদ্যোজাত শিশুর । ওই শিশুদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাদের এসএনসিইউ এবং পিকুতে রাখা হয়েছিল । কিন্তু ওই ন’জন শিশুকে বাঁচানো সম্ভব হয়নি ।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অনাদি রায় বলেন, ‘‘সব ক’টি শিশুই আন্ডার ওয়েট ছিল । দুর্বল শিশুদের বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসার কোনও গাফিলতি ছিল না ।’’ হাসপাতাল সূত্রে খবর, ওই শিশুদের পরিস্থিতি বুঝে এসএনসিইউ বা পিকুতে ভর্তি করা হয়েছিল । কিন্তু 24 ঘণ্টার মধ্যে এক এক করে মৃত্যু হয় ন'জনেরই ।
তবে ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে । চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ শুরু করেন মৃত শিশুদের পরিজনরা । এদিকে ঘটনায় তিনজনের তদন্ত কমিটি গঠন করে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । আগামিকাল শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলেও খবর ।
জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুরত্ব প্রায় 55 কিমি । এতটা রাস্তা নিয়ে আসার কারণেই ওই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হয়, উঠছে প্রশ্ন ৷ অন্যদিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার অবিনাশ কুমার বলেন, ‘‘জঙ্গিপুরে এখনও এসএনসিইউ বা পিকুর ব্যবস্থা নেই । শিশুদের অবস্থা খারাপ হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছিল ।’’ সুপার আরও জানান, জঙ্গিপুর হাসপাতালে এসএনসিইউ তৈরির কাজ চলছে । আগামী এক মাসের মধ্যে কাজ হয়ে যাবে ।
আরও পড়ুন:
- মাতৃযান বিকল, সময়মতো চিকিৎসা না পেয়ে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ
- মালদার পুনরাবৃত্তি বাঁকুড়ায়, বেহাল রাস্তার শিকার হয়ে পথেই মৃত্যু প্রসূতির
- পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ, মিলল সিসিটিভি ফুটেজ