পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানিনগরে শিশুকে বাঁচাতে গিয়ে উলটে গেল গাড়ি, মৃত 1 - driver died

ইসলামপুরের রানিনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে গেল একটি গাড়ি ৷ মৃত্যু হয়েছে একজনের ।

road accident
রানিনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে শিশু সহ জখম 8

By

Published : Mar 6, 2020, 12:44 PM IST

ইসলামপুর, 6 মার্চ: এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে গেল একটি গাড়ি ৷ ওই গাড়ির চালকের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ওই শিশু সহ 9 জন । দুর্ঘটনাটি ঘটে রানিনগর থানার গোধনপাড়া দুলোউরি নখরাত মোড়ে ।

আজ সকাল সাড়ে নটা নাগাদ দ্রুত গতিতে রানিনগনের দিকে যাচ্ছিল গাড়িটি৷ সেই সময় গোধনপাড়া দুলোউরি নখরাত মোড়ে রাস্তা পার হচ্ছিল এক শিশু ৷ তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি । ওই শিশুকে ধাক্কা মেরে খাদে পড়ে যায় ।

খাদে পড়ে যায় গাড়িটি

আশপাশের কয়েকজন বাসিন্দা সেখানে এসে গাড়িটির ভিতর থেকে ছয় মহিলা, দু'জন পুরুষ ও চালককে উদ্ধার করে । ওই শিশু সহ আহত ন'জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় ।সেখানেই মৃত্যু হয় গাড়ির চালকের ৷ শিশু ও দুই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । গাড়িটিকে আটক করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details