পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi Infiltrator Arrested : সুতিতে 2 দিনে গ্রেফতার 8 বাংলাদেশী অনুপ্রবেশকারী - বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

মুর্শিদাবাদের সুতিতে (Suti Arrest) দু'দিনে গ্রেফতার করা হল আটজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে (Bangladeshi Infiltrator) ৷ রবিবারের পর আজ ফের চারজনকে গ্রেফতার করা হয় ৷

8 bangladeshi infiltrators arrested in 2 days at murshidabad
সুতিতে 2 দিনে গ্রেফতার 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী

By

Published : Aug 23, 2021, 7:16 PM IST

সুতি, 23 অগস্ট: ফের চার বাংলাদেশী অনুপ্রবেশকারীকে (Bangladeshi Infiltrator) গ্রেফতার করল সুতি (Suti Arrest) থানার পুলিশ । সুতি থানার ঔরঙ্গাবাদ কাস্টমস ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ।

গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ হাসান, মোহাম্মদ জাহাঙ্গির, মোহাম্মদ পাইলট এবং কাজল মিয়াঁকে । সবার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় । ধৃতদের আজ জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । গত রবিবারও চার বাংলাদেশিকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ ।

আরও পড়ুন:Sajal Ghosh Arrest Case : পুলিশের অতি সক্রিয়তা, তদন্তের দাবি করে হাইকোর্টে মামলা সজলের স্ত্রীর

সুতি থানা এলাকা দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আনাগোনা আচমকা বেড়েছে । গত দু'দিনে 8 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ । বর্ষায় উথাল-পাথাল পদ্মা পেরিয়ে কী উদ্দেশ্যে অনুপ্রবেশকারীরা ভারতে, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলা পুলিশের । সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে কীভাবে তারা ভারতে ঢুকছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: Upper Primary Recruitment: উচ্চপ্রাথমিকে বেশি নম্বর পেলেও কেন চাকরি দেওয়া হয়নি, প্রশ্ন হাইকোর্টের

পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্তে পাট চাষের ফলে সুবিধা পাচ্ছে চোরাচালানকারীরা । পাশাপাশি বর্ষার সুযোগে পদ্মায় ভাসিয়ে গোরু পাচার বাড়ছে । ধৃতরা গোরু পাচার বা মাদক পাচার চক্রের বাহক হিসেবে কাজ করে বলেই প্রাথমিক জেরায় জানতে পেরেছে পুলিশ । তবে সীমান্তের এ পাড়ে কাদের সঙ্গে তাদের যোগাযোগ, তা খতিয়ে দেখছে পুলিশ । অনুপ্রবেশকারীদের আনাগোনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । পাশাপাশি উদ্বেগ বেড়েছে পুলিশের ।

আরও পড়ুন:Fake Note : প্রায় দু‘লাখ টাকার জাল নোট সহ গ্রেফতার বাংলাদেশি যুবক

ABOUT THE AUTHOR

...view details