পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে একদিনে কোরোনায় আক্রান্ত 74 - মুর্শিদাবাদ ও কোরোনা

জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1106 জন । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 384 জন ।

Corona
কোরোনা

By

Published : Aug 10, 2020, 5:43 AM IST

বহরমপুর, 10 অগাস্ট : রবিবার মুর্শিদাবাদ জেলায় 74 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল । এদের মধ্যে রয়েছেন সাগরদিঘি ব্লকের ছয় জন, লালগোলা ব্লকের আট জন, ভগবানগোলা দুই নম্বর ব্লকের পাঁচ জন, রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের চার জন, নওদা ব্লকের চার জন, বেলডাঙা এক নম্বর ব্লকের তিন জন, নবগ্রাম ব্লকের দুই জন, রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের দুই জন, বেলডাঙা দুই নম্বর ব্লকের দুই জন, ফারাক্কা ব্লকের দুই জন, ডোমকল পৌরসভা এলাকার দুই জন, লালবাগ পৌরসভা এলাকার এক জন, বহরমপুর পৌরসভা এলাকার দুই জন, সুতি এক নম্বর ব্লকের এক জন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের এক জন এবং বীরভূমের বোলপুরের এক জন ।

এছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে 28 জন করোনা আক্রান্তের হদিস মিলেছে । 9 অগাস্ট জেলা স্বাস্থ্যবিভাগের প্রকাশিত ডেইলি বুলেটিন অনুযায়ী, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1106 জন । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 384 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 715 জন । জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের ।

মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে । রবিবার আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছাড়াল । চলতি মাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা স্বাস্থ্য বিভাগের ৷

ABOUT THE AUTHOR

...view details