পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে আরও 7 কোরোনা আক্রান্তের হদিস - covid-19 pandemic

আক্রান্তদের মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৯ জন ।

মুর্শিদাবাদে বুধবার নতুন করে আরও সাতজন কোরোনা আক্রান্তকে কোভিডহাসপাতালেআনাহয়েছে
মুর্শিদাবাদে বুধবার নতুন করে আরও সাতজন কোরোনা আক্রান্তকে কোভিডহাসপাতালেআনাহয়েছে

By

Published : Jun 3, 2020, 2:25 PM IST

বহরমপুর, 3 জুন: নতুন করে আরও সাত আক্রান্তের হদিস পাওয়া গেল মুর্শিদাবাদ জেলায় ৷ ওই সাতজনকে আজ বহরমপুরের কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আক্রান্তরা ডোমকল নবগ্রাম ব্লক, কান্দি পৌরসভার ৯নং ওয়ার্ড, বেলডাঙা ও সুতি এলাকার বাসিন্দা । আক্রান্তদের মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৯ জন । যদিও ৭৮ জন সুস্থ হয়ে কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন । এদিকে কান্দি শহরে প্রথম কোরোনা পজ়িটিভ মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার শরীরে মিলেছে সংক্রমণ । ওই ব্যক্তি কয়েকদিন আগে দিল্লি থেকে ফেরেন ৷ সুতি, বেলডাঙা, ডোমকল এলাকার আক্রান্তরাও ভিন রাজ্য থেকে ফিরেছেন ।

স্বাভাবিকভাবেই ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরাই এখন জেলায় আতঙ্কের কারণ হয়ে উঠেছেন । আক্রান্তের হার বাড়তে শুরু করায় শ্রমিকদের কোয়ারানটিন সেন্টারে রাখার তোড়জোড় শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details