পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে খুনের অভিযোগ - 7 কুকুরকে খুন ?

খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার ।  বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

7 dogs allegedly killed with poison
খাবারের সাথে বিষ, খুন 7 কুকুর

By

Published : Nov 27, 2019, 6:34 PM IST

কান্দি, 27 নভেম্বর : খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার । বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

খাবারের মধ্যে বিষ ? কি বলছেন স্থানীয়রা ? দেখুন ভিডিয়ো...
পরপর 7টি কুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার মানুষ । স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয় মানুষ ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি তুলেছেন । পাশাপাশি মৃত কুকুরদের ময়নাতদন্তের দাবিও তুলেছেন এলাকার মানুষজন । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনও কিছু জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details