খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে খুনের অভিযোগ - 7 কুকুরকে খুন ?
খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার । বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
খাবারের সাথে বিষ, খুন 7 কুকুর
কান্দি, 27 নভেম্বর : খাবারে বিষ মিশিয়ে 7টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া নারকেল বাগান এলাকার । বুধবার দুপুর থেকে এলাকার একের পর এক কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।