পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমবার মুর্শিদাবাদে নতুন করে কোরোনা আক্রান্ত ৬৩ - বহরমপুর কোভিড হাসপাতাল

মুর্শিদাবাদে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 63 । কোভিড হাসপাতালে চিকিৎসাধীন । মোট আক্রান্ত 1169 ।

63 new covid positive cases are found in murshidabad
সোমবার মুর্শিদাবাদে নতুন করে কোরোনা আক্রান্ত ৬৩

By

Published : Aug 11, 2020, 12:56 PM IST

মুর্শিদাবাদ, 11 অগাস্ট : কোরোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে । গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে 63 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1169 । এখনও পর্যন্ত জেলায় 11 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

জেলা প্রশাসনের তরফ থেকে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বহরমপুর পৌর এলাকায় ও সালার ব্লকে 10 জন করে; লালগোলা ব্লকে 6 জন; বেলডাঙা 1 ব্লকে, জিয়াগঞ্জ ব্লকে, সুতি 2 ব্লকে ও জঙ্গিপুর ব্লকে 4 জন করে; ডোমকল ব্লকে, সামসেরগঞ্জ ব্লকে 3 জন করে; হরিহরপাড়া ব্লকে, নওদা ব্লকে, ফরাক্কা ব্লকে 2 জন করে; রঘুনাথগঞ্জ 2 ব্লকে, নবগ্রাম ব্লকে, ভরতপুর 1 ব্লকে, বেলডাঙা পৌরসভা এলাকায়, কান্দি ব্লকে এবং বড়ঞা ব্লকে 1 জন করে আক্রান্ত হয়েছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের বহরমপুর কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । দুটি কোভিড হাসপাতালে এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে 392 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 770 জন । রবিবার 74 জন আক্রান্ত হয়েছিল । রবি ও সোমবার মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় 150 । প্রতিদিনই জেলার প্রতিটি ব্লক থেকে কোরোনা আক্রান্তের হদিস মিলছে । চিন্তিত স্বাস্থ্য বিভাগ ।

ABOUT THE AUTHOR

...view details