বহরমপুর, 23 নভেম্বর: মুর্শিদাবাদের মুকুটে জুড়ল নয়া পালক। জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অসামান্য সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের ছয় প্রতিযোগীরা। সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় ছটি সোনা এলো মুর্শদাবাদের ঝুলিতে। কুমি ও কাতা বিভাগে সোনা জয় করেছে পাঁচ প্রতিযোগী । অন্য দিকে এক প্রতিযোগী ব্রোঞ্জ পদক পেয়েছে । মঙ্গলবার সন্ধ্যা নাগাদ প্রতিযোগীরা ঘরে ফিরতেই তাদের উষ্ণ অর্ভথনায় ভরিয়ে দেওয়া হয়।
জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি সৈকত দাস বলেন, "জাতীয় পর্যায়ে এত ভালো ফল আমাদের জেলায় এই প্রথম । কঠোর অনুশীলন করেই প্রতিযোগীরা মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছেন । ভারতের একমাত্র স্বীকৃতী প্রাপ্ত ক্যারেটে ইন্ডিয়া অর্গানাইজেশনের পরিচালনায় 17 থেকে 19 নভেম্বর দিল্লির তালকতরা ইনডোর স্টেডিয়ামে বসেছিল জাতীয় স্তরের এই প্রতিযোগিতার আসর । 14 বছর ও তার উর্দ্ধে যে সমস্ত প্রতিযোগীরা অল জোনাল ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023-এ ইভেন্টে অংশ নিয়েছিল । 6 বছর থেকে 13 বছর বয়সের প্রতিযোগীরাও অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারেটে চ্যাম্পিয়নশিপ 2023 ইভেন্টে মাঠে নেমেছিল । এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের বিভিন্ন রাজ্যের রাজ্য স্তরে প্রথম হওয়া প্রতিযোগিরা ।