মুর্শিদাবাদ, 21 জুন: মুর্শিদাবাদ জেলায় আরও 6 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিশ। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে 5 জন পরিযায়ী শ্রমিক। এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 176 জন।
মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 6 - Murshidabad corona
মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 6 জন। উল্লেখযোগ্যভাবে জেলায় বাড়ছে সুস্থ হওয়ার হারও।
কোরোনা আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের তরফে বহরমপুর কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে। উল্লেখ্য, আক্রান্তদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছে। অপরদিকে, ওই আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষদের খোঁজ শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য, কোরোনা আক্রান্তদের সুস্থ হওয়ার সংখ্যা মুর্শিদাবাদ জেলায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইতিমধ্যে কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫০ জন। মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু'জনের। স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এরজন্য কোভিড হাসপাতালের চিকিৎসকদের কৃতিত্ব দেওয়া হয়েছে।