বড়ঞা, 5 জুলাই : নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার তিন ড্রাম ভর্তি বোমা । মোট 54টি বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বড়ঞা থানার সাটিতাড়া গ্রামে ।
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ সাটিতাড়া গ্রামের রাজকুমার শেখের বাড়িতে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে । ঘটনায় রাজকুমার কতখানি জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ । পরে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ তারা এসে বোমাগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে । কে বা কারা কী উদ্দেশ্যে এত বোমা মজুত করেছিল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ ।