রঘুনাথগঞ্জ, 16 জুন : বর্ষার আগেই ভাঙন শুরু হয়েছে গঙ্গায় । ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি ঝুলন্ত অবস্থায় রয়েছে । ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকে ৷ রঘুনাথগঞ্জ-2 ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর পাড়ের প্রায় 50 টি পরিবার আতঙ্কে প্রহর গুনছেন (50 families of Raghunathganj panicked for River Dam Erosion) । নদী ভাঙন রোধে প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা ।
বিগত কয়েকদিন ধরে সেকেন্দ্রা এলাকায় ভাঙন চলছে । গত এক সপ্তাহে তা আরও তীব্র হয়েছে । ইতিমধ্যে বিপজ্জনক বাড়ি ছেড়ে অন্যত্র সরে গিয়েছে পাঁচটি পরিবার । নদী পাড়ের পঞ্চাশটি পরিবারের ঘুম, খাওয়া ছুটেছে ।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকে নদীর পাড়ে ভাঙন শুরু স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও তারা গুরুত্ব দেয়নি । বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়েছে । বাসিন্দাদের আরও অভিযোগ, জলের তোড়ে সেইসব বালির বস্তা নদীগর্ভে তলিয়ে গিয়েছে । তাদের দাবি, তার দিয়ে ঘিরে পাথর দিয়ে এই ভাঙন রোধ করা সম্ভব । কিন্তু প্রশাসনের কর্তারা সেদিকে নজর দিচ্ছেন না ।
আরও পড়ুন :Temple Eviction Notice by Rail : 150 বছরের পুরনো মন্দির ভাঙার নোটিশ রেলের, বাধা দিতে তৎপর বিজেপি বিধায়ক
গঙ্গাপাড়ের বাসিন্দাদের ক্ষোভ ক্রমশ বাড়ছে । বিকল্প আশ্রয় না থাকায় অনেকে ত্রিপল টাঙিয়ে গাছতলায় আশ্রয় নিয়েছে । বর্ষায় নদীর জল বাড়লে কী হবে, সেই আতঙ্ক গ্রাস করেছে তাদের (River Dam Erosion)।