পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচারকারী ও BSF-র গুলি বিনিময়ের পর উদ্ধার 50 টি গবাদি পশু - উদ্ধার 50 টি গবাদি পশু

সীমান্তে গবাদি পশু পাচার চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে ৷ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাচারকারী ও BSF-র গুলি বিনিময়ে উদ্ধার 50টি গবাদি পশু ।

50 cattle rescued at India-Bangladesh international border
উদ্ধার 50 টি গবাদি পশু

By

Published : Jun 28, 2020, 4:31 AM IST

রানিতলা, 28জুন : সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেগুলি বিনিময়ে পিছু হঠল পাচারকারীরা । ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকারপাট ক্ষেত ও পদ্মা নদী থেকে50টি গবাদি পশু উদ্ধার করল বহরমপুর সেক্টরের117নম্বর ব্যাটেলিয়নেরBSFজওয়ান । রানিতলা থানার কাহারপাড়াBOP (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে গবাদিপশুগুলি উদ্ধার করা হয়েছে । বৃষ্টি এবং ঘন পাট ক্ষেতের কারণে গা ঢাকা দিতে সমর্থহয়েছে পাচারকারীরা ।

ভারতবাংলাদেশ সীমান্ত দিয়ে গবাদি পশু পাচার বেশ কিছুদিন থেকেই বন্ধ ছিল । পাট ক্ষেতেরসুযোগ নিয়ে ফের সক্রিয় হয়েছে পাচার চক্র । পদ্মার জলস্তর বাড়ায় গবাদি পশুগুলিকেএখন সাঁতার কাটিয়েই সীমান্তের ওপারে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ এক জোড়া গোরু পদ্মার উপরদিয়ে সীমান্ত পার করতে ক্যারিয়ারদের মিলছে এক হাজার টাকা । গতকাল গোপন সূত্রেপাচারের খবর পেয়ে117নম্বরব্যাটেলিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় তল্লাশি অভিযানে নামে ।

BSFসূত্রে খবর,পাঁচ ঘণ্টা তল্লাশির পর অবশেষে পাচারকারী ও গবাদিপশুর সন্ধান মেলে । উভয় পক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময় ।BSF-র পক্ষ থেকে চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । পাচারকারীরা পিছু হঠলেBSFপাট ক্ষেত ও পদ্মা নদী থেকে মোট50টি গবাদি পশু উদ্ধার করে । ঘটনায় উভয় পক্ষের কেউ জখমহয়নি বলেই জানা গিয়েছে । গবাদি পশুগুলি অক্সেনের জন্য রাখা হয়েছে কাহারপাড়াBOP-তে ।

ABOUT THE AUTHOR

...view details