রানিতলা, 15 জুলাই : জলে ডুবে মৃত্যু হল 5 শিশুর । বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে রানিতলা থানার দখিনশহর দিয়ারাপাড়া এলাকায় । মৃতরা হল সাকিল শেখ (5), মিন্টু শেখ (8), ইব্রাহিম শেখ (6), ইউনুস শেখ (8) ও আজমল শেখ (6) । মৃতদের মধ্যে সাকিল ও মিন্টু দুই ভাই ৷
মুর্শিদাবাদের একসঙ্গে জলে ডুবে মৃত্যু 5 শিশুর - মুর্শিদাবাদে জলে ডুবে মৃত্যু 5 শিশুর
পাটখেত লাগোয়া জলাশয়ে ডুবে যাচ্ছিল একজন ৷ তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাকিদের ৷
বুধবার বিকেলে স্থানীয় ইটভাটার পাশের মাঠে খেলছিল 5 শিশু । ওই মাঠের কাছেই রয়েছে পাটখেত লাগোয়া ছোটো জলাশয় । মনে করা হচ্ছে, খেলতে খেলতে জলে নামে শিশুরা ৷ সকলেই জলে তলিয়ে যায় । ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল । বৃষ্টির শব্দে শিশুদের চেঁচামেচি শুনতে পায়নি স্থানীয়রা ৷ বেশ কিছু সময় পরে ইটভাটার শ্রমিকরা এসে দেখেন জলে 5টি শিশুর দেহ ভাসছে ।
ভাটার শ্রমিকরাই দেহ উদ্ধার করে । পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায় । আগামীকাল লালবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হবে দেহগুলিকে ।