পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগরদিঘিতে উদ্ধার ৪০০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ - sagardighi

৪০০ কেজি গাঁজা সহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ ও SOG (স্পেশাল অপারেশন গ্রুপ)।

৪০০ কেজি গাঁজা

By

Published : Mar 14, 2019, 7:07 PM IST

সাগরদিঘি, ১৪ মার্চ : ৪০০ কেজি গাঁজা সহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ ও SOG (স্পেশাল অপারেশন গ্রুপ)। ধৃতদের নাম জকস রায় রিয়াং, বিপ্লব রিয়াং ও হুসেন শেখ। ধৃতদের মধ্যে ২ জনের বাড়ি ত্রিপুরায় আর অন্যজনের বাড়ি মণিপুরে।

আজ ধৃত ৩ জনকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার মোরগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি লরি ও ৩টি মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা ভরতি লরিটি মণিপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ফরাক্কা থেকেই সন্দেহজনক গাড়িটির উপর নজর রেখেছিল SOG টিম। মোরগ্রামে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে মোট ৪০টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে সাড়ে নয় কেজি গাঁজা ভরা ছিল।

পুলিশ জানায়, ধৃতদের আগামীকাল আদালতে হাজির করা হবে।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গাড়িটি কলকাতা যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details