বহরমপুর, 25 জুন : চার অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । তার জেরে বিক্ষোভ দেখাল অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা । বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা । বিক্ষোভে সামিল হয়েছে প্রায় 300 অস্থায়ী স্বাস্থ্যকর্মী ।
জানা যায়, গতকাল রাতে একজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । তাঁকে কোভিড হাসপাতালে পাঠানো হয় । আজ তাঁর মৃত্যু হয় । ওই চারজন স্বাস্থ্যকর্মী ওই কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন । তাই তাঁদের সরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।
সহকর্মীদের ফেরানোর পাশাপাশি সুরক্ষা নিয়ে কর্মবিরতি চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা । তাঁদের দাবি, মৃত কোরোনায় আক্রান্ত জেনেও তাঁকে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা ঠিক হয়নি । সারারাত ওই চারজন স্বাস্থ্যকর্মী খোলা আকাশের নিচে পড়েছিলেন । হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির খেসারত দিতে হচ্ছে আমাদের ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়ে গিয়েছে । কিন্তু বিক্ষোভকারীরা জানায়, হাসপাতালের সুপার আমাদের সঙ্গে কোনও কথা বলেনি ।
কর্মীদের কর্মবিরতির ডাক দেওয়ায় হাসপাতালে বেহাল হয়ে পড়েছে চিকিৎসা পরিষেবা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পুলিশ আসে ।