মুর্শিদাবাদ, 24 জুন : মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও চার জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস । জেলায় এই নিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 189 । মঙ্গলবার পর্যন্ত 165 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
সুতি ও সামসেরগঞ্জ এলাকা থেকে চারজন কোরোনা আক্রান্তকে মুর্শিদাবাদের কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । জানা গেছে ওই চারজনই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে নিযুক্ত ছিলেন । সপ্তাহ খানেক আগে জেলায় ফিরেছেন । প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর নিজের বাড়িতে কোয়ারানটিনে ছিলেন ।