মুর্শিদাবাদ, 19 ডিসেম্বর : সাত দিন কেটে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি মুর্শিদাবাদে ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর প্রতিবাদে গত শুক্রবার থেকে সেখানে তুমুল বিক্ষোভ চলছে । ট্রেন, বাসে আগুন লাগানোর পাশাপাশি রাস্তা অবরোধ, মিছিল কিছুই বাদ যায়নি । ইতিমধ্যে সেই ঘটনায় 355 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ কিন্তু এখনও বিক্ষোভ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ৷ আজও জেলার কয়েকটি জায়গায় দফায় দফায় বিক্ষোভ হয় । তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কিছুটা স্বস্তিতে জেলা প্রশাসন ৷
মুর্শিদাবাদে গ্রেপ্তার 355, চলছে এখনও রুট মার্চ
মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা বলেন, "জেলার পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ আশা করি এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ উত্তেজনাপ্রবণ এলকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুট মার্চ করছে জেলা পুলিশ ৷" জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চে থাকছেন পুলিশ সুপার মুকেশ কুমার ৷ তিনি বলেন, "আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি ৷ তবে আজ জেলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷"
মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা বলেন, "জেলার পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ আশা করি এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ উত্তেজনাপ্রবণ এলকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুট মার্চ করছে জেলা পুলিশ ৷" জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চে থাকছেন পুলিশ সুপার মুকেশ কুমার ৷ তিনি বলেন, "আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি ৷ তবে আজ জেলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷"
আজও জেলার কয়েকটি ব্লকে বিক্ষোভ হয় । কান্দি মহকুমার বরওয়া, ভরতপুর , সালার , রঘুনাথগঞ্জ সহ কয়েকটি ব্লকে CAA এবং NRC-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয় । তবে কড়া পুলিশি নিরাপত্তা থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটনি ৷ এদিকে সুতির দুটি ব্লকের পঞ্চায়েত এলাকায় গত তিন ধরে জারি রয়েছে 144 ধারা ৷