বহরমপুর, 4 সেপ্টেম্বর : কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরির হাত ধরে তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন সাড়ে তিনশো কর্মী-সমর্থক ৷ বড়ঞা ব্লকের সক্রিয় তৃণমূল কর্মীদের অনেকে কংগ্রেসে যোগ দিয়েছে বলে দাবি কংগ্রেসের ।
অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিল 350 তৃণমূল কর্মী - অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিল 350 তৃণমূল কর্মী
আজ বহরমপুরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছেন কংগ্রেস নেতা অধীরবাবু । প্রতিপক্ষ শিবির থেকে প্রায় রোজই কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছে কংগ্রেসে ৷ বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।
সপ্তাহ দুয়েক আগে অধীরবাবুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়ঞা ব্লকের প্রায় তিনশোজন কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগ দিয়েছিল । আজ তারই পালটা তৃণমূল শিবির থেকে সাড়ে তিনশো জন যোগ দিল কংগ্রেসে ৷ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীরবাবু ৷ গতকালই মুর্শিদাবাদ বিধানসভার প্রায় পাঁচশোজন বিভিন্ন শিবির থেকে কংগ্রেসে যোগ দিয়েছিল ।