সালার, 7জুন: কর্মহীন শ্রমিকদের কাজে ফেরাতে উদ্যোগ। বাস পাঠিয়ে35জন শ্রমিককে কারখানার কাজে ফিরিয়ে নিয়েগেলেন কলকাতার এক লেদার কারখানার মালিক।
কলকাতার এক চামড়ার কম্পানিতে কাজ করতেন ওই শ্রমিকেরা। লকডাউনেরফলে কর্মহীন হয়ে পড়েন তাঁরা। দীর্ঘদিন লকডাউন থাকায় মুর্শিদাবাদের সালারে নিজেদেরগ্রামে ফিরে আসেন।