পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলঙ্গির কলাবাগান থেকে উদ্ধার 35 টি তাজা বোমা - 35 টি তাজা বোমা

উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম । বোম স্কোয়াড এসে নিষ্ক্রিয় করে বোমাগুলি ৷

35 bomb recovered in Jalangi
জলঙ্গি

By

Published : Jul 16, 2020, 9:43 PM IST

জলঙ্গি, 16 জুলাই: কলাবাগানে তাজা বোমা ৷ জলঙ্গি থানার ঘোষপাড়া অঞ্চলের টলটলি মধ্যপাড়া গ্রামের কলাবাগান থেকে উদ্ধার হল 35 টি তাজা বোমা । গোপনে বোমা বাঁধার কাজ চলছিল বলে অনুমান পুলিশের ।

বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে বোমা উদ্ধার অভিযানে নামে পুলিশ । গোটা বাগানে তল্লাশি চালিয়ে তাজ্জব বনে যান পুলিশ কর্মীরা ৷ একে একে মোট 35 টি সকেট বোমা উদ্ধার হয় । এইসঙ্গে উদ্ধার হয় বোমা তৈরির বারুদ ও অন্য সরঞ্জাম । পরে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে । ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয়দের বক্তব্য, এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছে বেশকিছু দিন ধরেই । বোমা উদ্ধারের ঘটনা থেকে পুলিশেরও অনুমান, সংঘর্ষের প্রস্তুতি চলছিল । ভাড়ার লোক লাগিয়ে বোমা বাঁধার কাজ চলছিল বলেও মনে করছে জলঙ্গি থানার পুলিশ । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ABOUT THE AUTHOR

...view details