সুতি, 2 এপ্রিল : চলছে বিধানসভা নির্বাচন ৷ গতকাল দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে ৷ আর এই ভোট মরসুমে বিভিন্ন স্থানে প্রায়ই উদ্ধার হচ্ছে বোমা ৷ এবার 30টি বোমা উদ্ধার হল সুতিতে ৷ সুতি অতিস্পর্শকাতর বিধানসভা কেন্দ্র ৷ আজ সকালে এই কেন্দ্রের নিমতিতা স্টেশনের থেকে কিছুটা দূরে চাঁদরা এলাকায় বোমা উদ্ধার হয় ৷ এলাকা ঘিরে রেখেছে পুলিশ ৷
30টি তাজা বোমার উদ্ধার সুতিতে আরও পড়ুন : হাসপাতাল থেকে ভিডিয়ো বার্তা জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেনের
এদিন চাঁদরা এলাকায় স্থানীয়রা প্রথম বোমার দুটি কনটেনার দেখতে পান ৷ পুলিশে খবর দিলে, সেখান থেকে উদ্ধার হয় 30টি বোমা ৷ তারপর থেকে এলাকা ঘিরে রেখেছে পুলিশ ৷ বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷ বোমাগুলিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ৷
মাসখানেকের বেশি সময় ধরে সুতির রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত ৷ সুতির নিমতিতা স্টেশনে বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন ৷ সেই নিমতিতা স্টেশন থেকেই খানিকটা দূরে আজ বোমা উদ্ধার হল ৷ কে বা কারা এই বোমা রেখেছে, এবং কী উদ্দেশ্যে এই বোমা মজুত করা হয়েছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷