সাগরদিঘি, 7 নভেম্বর: যুবতীকে ধর্ষণের চেষ্টা (Youths tries to rape Woman)! ধর্ষণে বাধা দেওয়ায় গোপনাঙ্গে গরম লোহার রডের (Hot iron rod) ছ্যাঁকা দিয়ে নির্যাতন ! এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad News) তিন যুবকের বিরুদ্ধে । একজনকে গ্রেফতার করেছে পুলিশ (Youth Attacks Woman)৷
মুর্শিদাবাদের সাগরদিঘি থানার আধুয়া বেলাইপাড়া গ্রামের ঘটনা । অমানবিক নির্যাতনের অভিযোগে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে আক্রান্ত যুবতীর পরিবার ৷ সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তারা ৷ এই ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে এক যুবককে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে সাগরদিঘি থানার পুলিশ ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির বেলাইপাড়ার যুবতী তাঁরই প্রতিবেশী এক বান্ধবীর বাড়িতে ঘুমিয়েছিলেন । রাত 11টা নাগাদ গ্রামের তিন যুবক তাঁদের ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে বলে অভিযোগ । কেন দুই যুবতী এক ঘরে ঘুমিয়ে রয়েছেন, তা নিয়ে নাকি প্রশ্ন তোলেন সেই যুবকরা । দুই যুবতী পরস্পর বান্ধবী বলে পরিচয় দিলেও, তাঁদের সমকামী বলে সন্দেহ করে মারধর শুরু করা হয় বলে অভিযোগ । শুধু তাই নয়, আক্রান্ত যুবতীর পোশাক খুলে নেওয়ার পাশাপাশি তাঁকে ধর্ষণেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ ।