ইসলামপুর, 17 সেপ্টেম্বর : ফের মুর্শিদাবাদে জাল আধার সিম কার্ডের হদিশ মিলল । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আচমকা হানা দিয়ে জাল আধার কার্ড তৈরির চক্রের তিনজনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ ।
আরও পড়ুন :Arms Arrest: দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক বেআইনি অস্ত্রকারবারী
বৃহস্পতিবার রাতে মুফতি ঈদনিয়ারের বাড়িতে হানা দেয় । বাড়িতে তল্লাশি চালিয়ে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি ল্যাপটপ, তিনটি মোবাইল, দু’টি বায়োমেট্রিক, তিনটি এটিএম কার্ড, 64 টি সিম কার্ড, একাধিক ভুয়ো আধার কার্ড । ধৃতদের নাম মুফতি ঈদনিয়ার শেখ, কবির খান ও শুভ মিঞা । ধৃতদের আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।