পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুতিতে আগ্নেয়াস্ত্র ও হেরোইন সহ গ্রেপ্তার 3 - মুর্শিদাবাদ

মুর্শিদাবাদের সুতি থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ । তার কাছ থেকে চার রাউন্ড গুলি ও সাত কেজি বারুদ উদ্ধার হয় ৷

জ
ছবি

By

Published : Jan 16, 2020, 3:25 PM IST

Updated : Jan 16, 2020, 3:58 PM IST

সুতি, 16 জানুয়ারি : আগ্নেয়াস্ত্র ও মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ । তার কাছ থেকে চার রাউন্ড গুলি ও সাত কেজি বারুদ উদ্ধার হয়েছে ৷ ধৃতের নাম জামাল শেখ (50) । গতরাতে সুতি থানার মদনামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

একই দিনে সুতি থানার খাঁপুর বটতলা এলাকা থেকে পাঁচ লিটার লিকুইড ফসফরাস ও তিনশো গ্রাম হেরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হলেন আবদুল লতিফ(32) ও তেনু দাস (30) । দু'জনেরই বাড়ি সুতি থানা এলাকায় ।

দেখুন ভিডিয়ো

জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, " গোপন সূত্রে খবর পেয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে তা তদন্ত করা হবে । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা ।"

Last Updated : Jan 16, 2020, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details