পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আর 3 পরিযায়ী শ্রমিক - মুর্শিদাবাদ কোভিড 19

মুর্শিদাবাদ জেলায় মোট কোরোনায় আক্রান্ত 119 জন। আজ জেলায় আরও তিন জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিশ মেলে। আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে।

3 MIGRANT LABOUR TESTED CORONA POSITIVE
3 MIGRANT LABOUR TESTED CORONA POSITIVE

By

Published : Jun 7, 2020, 7:41 PM IST

বহরমপুর, 7 জুন : মুর্শিদাবাদ জেলায় আরও 3 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিশ মিলল। এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 119।

জানা গিয়েছে, আক্রান্তরা ভগবানগোলা ১ও ২ নম্বর ব্লকের বাসিন্দা। তিনজনকেই মুর্শিদাবাদে মেডিকেল কলেজের কোভিড হাসপাতাল মাতৃ সদনে ভরতি করা হয়েছে। আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে প্রশাসন সূত্রে খবর।


মুর্শিদাবাদ জেলায় আক্রান্তের হারে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্যবিভাগ। প্রতিদিনই তিন থেকে সাতজন আক্রান্তের খবর মিলছে জেলার বিভিন্ন ব্লক থেকে। এছাড়া বহুজনের লালারস পরীক্ষার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি।

উল্লেখ্য, ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের মধ্যে আক্রান্ত প্রায় 90 শতাংশ ছুঁয়েছে। এদিকে রবিবার শ্রমিক স্পেশালে আজিমগঞ্জ জংশনে আরও চার হাজার জন পরিযায়ী শ্রমিক ফিরেছেন।

তার জেরে ওই এলাকায় আতঙ্ক বাড়ছে। ভগবানগোলা দুই ব্লকের যে দুটি গ্রাম থেকে কোভিড আক্রান্তদের তুলে আনা হয়েছে সেই গ্রাম দুটিতে পুলিশ পিকেট বসিয়ে সিল করে দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details