জলঙ্গি, 19 জুলাই : বিপুল পরিমাণ গাঁজাসহ জলঙ্গি থানার পুলিশের জালে 3 পাচারকারী । ধৃতদের নাম আবু মণ্ডল, মানোয়ার মণ্ডল ও ইনজামুল হোসেন। তিনজনেরই বাড়ি জলঙ্গি থানা এলাকায়। উদ্ধার হয়েছে 25 কেজি গাঁজা ।
পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে, গাঁজাগুলি কোচবিহার থেকে আনা হয়েছিল । এক-দুদিনের মধ্যে সেগুলি নদিয়ার হোগলবেড়িয়া এলাকায় পাচার করা হত । আজ ধৃতদের মাদক আইনের মামলায় বহরমপুরে NDPS আদালতে তোলা হয় । বিচারক ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।