জলঙ্গি, 13 অগস্ট : নদীপথে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ডিঙোতেই পাকড়াও হল চার লাখ টাকার পদ্মার ইলিশ ৷ ইলিশ বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । এদিন বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা দয়ারামপুর বিওপি এলাকায় নদীপথে পাচারকারীদের দেখেই ধাওয়া করে ৷ পাচারকারীরা বিএসএফের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে চম্পট দেয় ৷ নৌকো থেকে যায় 257 কেজি ইলিশ ভর্তি একাধিক থার্মোকলের প্যাকেট । আটক করা হয় নৌকাটিকে । বাজেয়াপ্ত হয় ইলিশ ৷
বিএসএফের 141 ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার অরবিন্দকুমার রক জানিয়েছেন, নদীপথে আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করতেই নৌকাটিকে তাড়া করে জওয়ানরা । এর পর নৌকা ফেলে পালায় পাচারকারীরা । উদ্ধার হয় 257 কেজি ইলিশ ।