পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hilsa Recovered : নদীতে ঝাঁপিয়ে পালাল পাচারকারীরা, 257 কেজি পদ্মার ইলিশ উদ্ধার বিএসএফের - ইলিশ উদ্ধার

নদীপথে পাচারকারীদের ধাওয়া করে পদ্মার চোরাই ইলিশ উদ্ধার করে বিএসএফ ৷

s
s

By

Published : Aug 13, 2021, 5:57 PM IST

জলঙ্গি, 13 অগস্ট : নদীপথে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ডিঙোতেই পাকড়াও হল চার লাখ টাকার পদ্মার ইলিশ ৷ ইলিশ বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । এদিন বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা দয়ারামপুর বিওপি এলাকায় নদীপথে পাচারকারীদের দেখেই ধাওয়া করে ৷ পাচারকারীরা বিএসএফের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে চম্পট দেয় ৷ নৌকো থেকে যায় 257 কেজি ইলিশ ভর্তি একাধিক থার্মোকলের প্যাকেট । আটক করা হয় নৌকাটিকে । বাজেয়াপ্ত হয় ইলিশ ৷

বিএসএফের 141 ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার অরবিন্দকুমার রক জানিয়েছেন, নদীপথে আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করতেই নৌকাটিকে তাড়া করে জওয়ানরা । এর পর নৌকা ফেলে পালায় পাচারকারীরা । উদ্ধার হয় 257 কেজি ইলিশ ।

আরও পড়ুন: রাজ্যে ঢুকল 12 টন পদ্মার ইলিশ

যেহেতু চাহিদা বেশি । তাই বাজারে পদ্মার ইলিশের দাম আকাশছোঁয়া ৷ এদিনের বাজেয়াপ্ত হওয়া ইলিশের ওজন গড়ে দেড় থেকে দু'কেজি বলে জানা গিয়েছে ৷ বাজেয়াপ্ত ইলিশের বাজারমূল্য 4 লাখ 43 হাজার টাকা বলে দাবি বিএসএফের । বাজেয়াপ্ত ইলিশগুলিকে জলঙ্গি এলাকার শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details