সুতি, 2 মার্চ : মুর্শিদাবাদের সুতি থানার ধরমপুর এলাকা থেকে উদ্ধার হল 2 হাজার 500টি ইয়াবা ৷ এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ ৷
মুর্শিদাবাদে উদ্ধার 2500 ইয়াবা, গ্রেপ্তার 2 - ইয়াবা ট্যাবলেট
এবার মুর্বাশিদাবাদে উদ্ধার হল ইয়াবা ৷ গ্রেপ্তার দুই ৷
সূত্র মারফত খবর পেয়ে গতকাল গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ধরমপুর এলাকায় অভিযান চালায় সুতি থানার পুলিশ ৷ সেখানেই সৈকত আলি, বাদল শেখ নামে দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয় । উদ্ধার হয় 2 হাজার 500টি ইয়াবা ট্যাবলেট ৷ সৈকত আলি ও বাদল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে ইয়াবা ট্যাবলেটগুলি ভারতে আনা হয়েছিল ৷ মূলত থাইল্যান্ডেই তৈরি হয়ে থাকে এই ইয়াবা ট্যাবলেট ৷ সেখান থেকেই তা একাধিক দেশে পাচার করা হচ্ছে ৷ ব্যবহার করা হচ্ছে পার্টি ড্রাগ হিসেবেও ৷ কখনও ব্রাউন সুগার, কখনও হেরোইনের সঙ্গে ইনহেল করা হয় ৷ কখনও বা ট্যাবলেটের মতো জলের সঙ্গে গিলে ফেলা হয় এই ইয়াবা ৷