মুর্শিদাবাদ, 29 জুলাই : মুর্শিদাবাদে আরও 24 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । নতুন করে কোরোনা আক্রান্তদের তালিকায় রয়েছেন ডাক্তার, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা । এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 642 জন । বর্তমানে চিকিৎসাধীনে রয়েছে 168 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 470 জন । মৃত্যু হয়েছে 8 জনের ।
মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 24 - Corona in murshidabad
মুর্শিদাবাদে একদিনে 24 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । জেলায় মোট আক্রান্তের সংখ্যা 642 ।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, 24 জনের মধ্যে একজন ডাক্তার, 3 জন পুলিশ ও 2 জন স্বাস্থ্যকর্মী কোরোনায় সংক্রমিত হয়েছেন । আক্রান্তদের মধ্যে সবথেকে বেশি জঙ্গিপুর মহকুমার বাসিন্দারা রয়েছে । বাকিরা নওদা, সাগরদিঘি, ডোমকল, মুর্শিদাবাদ, রানিনগর, সুতি প্রভৃতি এলাকার বাসিন্দা । উপসর্গযুক্ত রোগীদের কোভিড হাসপাতালে ভরতি করা হচ্ছে । বাকিদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
ধারাবাহিকভাবে কোভিড হাসপাতাল দুটিতে বেডের সংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য বিভাগ । আজ থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট । শুধুমাত্র কোরোনা উপসর্গকারীদের এই টেস্ট করা হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ । তবে এই টেস্ট করার ফলে আক্রান্তের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পেতে পারে আশঙ্কা করছে স্বাস্থ্যবিভাগ ।