রেজিনগর, 15 জুলাই : 200টি বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ । আজ ছেতিয়ানি ঘোষপাড়ায় তল্লাশি চালিয়ে ইটভাটা ও সংলগ্ন ফাঁকা মাঠ থেকে বোমাগুলি উদ্ধার করে তারা ।
রেজিনগরে উদ্ধার 200টি বোমা - বোমা উদ্ধারের ঘটনা
মুর্শিদাবাদের রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া থেকে উদ্ধার হল 200টি বোমা ।
![রেজিনগরে উদ্ধার 200টি বোমা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:17:28:1594799248-wb-msd-200bomb-reciver-02-7203610-15072020130518-1507f-1594798518-168.jpg)
bombs recovered in rejinagar murshidabad
আজ গ্রাম লাগোয়া একটি মাঠে ইটভাটার পাশে কন্টেনার ভরতি বোমাগুলি দেখতে পান এলাকার কয়েকজন । পুলিশ এসে বোমা ভরতি 17টি কন্টেনার ও 3টি বস্তা উদ্ধার করে । পুলিশের অনুমান, প্রায় 200টির মতো বোমা রয়েছে । বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে । কে বা কারা বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।
মাস খানেক আগে বেলডাঙা থানা এলাকা থেকে উদ্ধার হয়েছিল সাড়ে চারশোটি সকেট বোমা । এবার বেলডাঙা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে রেজিনগরে উদ্ধার হল প্রায় 200টি বোমা ।