সামশেরগঞ্জ, 2 মে : বাড়ি ফেরার তাগিদে শেষ সম্বলটুকুর বিনিময়ে সাইকেল কিনে বাড়ি ফিরলেন 20 জন পরিযায়ী শ্রমিক। বিহারের গয়া থেকে প্রায় 500 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে শনিবার সামশেরগঞ্জ পৌঁছান তাঁরা । টানা পাঁচদিন ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরে কার্যত নজির গড়লেন কুড়িজন শ্রমিক। প্রথমেই অনুপনগর হাসপাতালে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বাড়িতে 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গয়া থেকে 500 কিমি সাইকেল চালিয়ে বাড়ি ফিরল 20 পরিযায়ী শ্রমিক
গয়ার কোতোয়ালিতে রাজমিস্ত্রির কাজে যান সামশেরগঞ্জ ও সুতি এলাকার প্রায় 20 জন শ্রমিক। সম্প্রতি লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে আটকে পড়েন শ্রমিকরা। আশায় বসে থাকলেও বারবার লকডাউন বাড়তে থাকায় বাধ্য হয়েই সেখানে থাকা মোট 10 টি সাইকেল নিয়ে দুজন করে চেপে বাড়ি রওনা দেন। সকাল থেকে প্রায় রাত দশটা পর্যন্ত একনাগাড়ে সাইকেল চালিয়েছেন ওই শ্রমিকরা।
লকডাউনের ফলে চরম খাদ্য সংকটের কারণেই বিহার থেকে বাধ্য হয়েই বাড়ি ফিরলেন শ্রমিকরা। মাস দুয়েক আগে বিহারের গয়ার কোতয়ালিতে রাজমিস্ত্রির কাজে যান সামশেরগঞ্জ ও সুতি এলাকার প্রায় 20 জন শ্রমিক। সম্প্রতি লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে আটকে পড়েন শ্রমিকরা। আশায় বসে থাকলেও লকডাউন বাড়তে থাকায় বাধ্য হয়েই সেখানে থাকা মোট 10 টি সাইকেল নিয়ে দুজন করে চেপে বাড়ি রওনা দেন। সকাল থেকে প্রায় রাত দশটা পর্যন্ত এক নাগাড়ে সাইকেল চালিয়েছেন ওই শ্রমিকরা।
রাস্তায় খাওয়া, রাস্তায় ঘুমানো। এভাবেই বাড়ির টানে পাঁচদিন সাইকেল চালিয়ে গ্রামে ফিরতে পারায় স্বস্তির নিঃশ্বাস শ্রমিকদের মধ্যে। আপনজনকে কাছে পেয়ে খুশি পরিবারের লোকজনও।