পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফরাক্কা ব্যারাজে চুরি করতে এসে সিআইএসএফ-এর তাড়া খেয়ে জলে ঝাঁপ 2 দুষ্কৃতীর - দুষ্কৃতী

এদিন তিন দুষ্কৃতী চুরির উদ্দেশে মোটর বাইকে করে ফরাক্কা ব্যারাজ প্রজেক্ট এলাকায় ঢুকে পড়ে । কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের নজরে আসতেই তাঁরা ওই তিনজনকে তাড়া করে । মোটর বাইক নিয়ে একজন পালিয়ে যেতে পারলেও, বাকি দু’জন জওয়ানদের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে ফিডার ক্যানেলের জলে ঝাঁপ দেয় ।

2 miscreants jump into water after being chased by CISF in Farakka Barrage murshidabad
ফরাক্কা ব্যারাজ চুরি করতে গিয়ে সিআইএসএফ’র তাড়া খেয়ে জলে ঝাঁপ 2 দুষ্কৃতীর

By

Published : May 27, 2021, 8:28 PM IST

মুর্শিদাবাদ, 27 মে : চুরি করতে এসে জলে ঝাঁপ দিয়েও পার পেল না দুই দুষ্কৃতী ৷ সিআইএসএফ জওয়ানদের তাড়া খেয়ে গলা জলে ডুব দেয় ওই দু’জন ৷ দুই দুষ্কৃতীকে ঘিরে রাখে জওয়ানরা । প্রায় ঘণ্টা খানেক গলা জলে ডুবে থেকে শেষমেষ ভয়ে পাড়ে উঠে আসে তারা । নাকখত দিয়ে অপরাধ স্বীকার করার পরই দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ জওয়ানরা । ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় ফরাক্কা ব্যারাজ প্রকল্প এলাকায় । সেই দৃশ্য দেখতে গঙ্গার ফিডার ক্যানেল পাড়ে ভিড় জমে যায় সাধারণ মানুষের ।

জানা গিয়েছে, এদিন তিন দুষ্কৃতী চুরির উদ্দেশে মোটর বাইকে করে ফরাক্কা ব্যারাজের প্রজেক্ট এলাকায় ঢুকে পড়ে । কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের নজরে আসতেই তাঁরা ওই তিনজনকে তাড়া করে । মোটর বাইক নিয়ে একজন পালিয়ে যেতে পারলেও, বাকি দু’জন জওয়ানদের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে ফিডার ক্যানেলের জলে ঝাঁপ দেয় । গলা জলে ডুবে দুই দুষ্কৃতীর তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় ৷ ডাঙা থেকে একদল তখন দু’জনকে জল থেকে তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছে । অপরদিকে একটি দল নৌকা নিয়ে তাদের তাড়া করেছে । বেগতিক বুঝে ঘণ্টাখানেক পর দুই দুষ্কৃতী জল থেকে উঠে আসে ।

আরও পড়ুন : প্রবল ভাঙন গঙ্গার, নদীগর্ভে 40টিরও বেশি বাড়ি; গৃহহীন দেড়শো পরিবার

তারা যে চুরি করতে ব্যারাজের প্রজেক্ট এলাকায় ঢুকেছিল তা স্বীকার করে ৷ এর পর তাদের নাকখত দেওয়ায় জওয়ানরা ৷ পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details