সুতি,16 মার্চ : প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি । ঘটনা মুর্শিদাবাদ জেলার সুতি থানার মানিকপুর এলাকার ৷ ধৃতদের নাম সাদ্দাম শেখ ও আফতাব আলম । উভয়েরই বাড়ি মালদার কালিয়াচক থানার মোজামপুর এলাকায় ।
সুতিতে আগ্নেয়াস্ত্রসহ ধৃত 2
আগ্নেয়াস্ত্র সহ 2 কারবারি গ্রেপ্তার ৷ অস্ত্রগুলি ফরাক্কার তিলডাঙা হয়ে ঝাড়খণ্ডে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
প্রচুর আগ্নেয়াস্ত্র সহ ধৃত 2 অস্ত্র কারবারী
জঙ্গিপুরের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘এই চক্রে কে বা কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে । ধৃতদের কাছ থেকে একটি কার্বাইন সহ মোট ১২টি আগ্নেয়াস্ত্র এবং ৪০ রাউন্ড গুলি ও 4টি ম্যাগজ়িন উদ্ধার করেছে সুতি থানার পুলিশ। ’’
পুলিশ সূত্রে খবর, অস্ত্রগুলি ফরাক্কার তিলডাঙা হয়ে ঝাড়খণ্ডে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে ।
Last Updated : Mar 16, 2020, 3:32 PM IST