বহরমপুর, 13 এপ্রিল : সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের ৷ করিমপুর থেকে ডোমকল হয়ে বহরমপুর যাওয়ার পথে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের নাজিরপুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে উল্টে যায় বাস ৷ বাসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির (2 Died in a Bus Accident in Murshidabad) ৷
প্রত্যক্ষদর্শীদের কথায়, ডোমকল হয়ে বহরমপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের নাজিরপুর সংলগ্ন এলাকায় বাসের চালক উল্টোদিক থেকে আসা একটি বাইক চালককে বাঁচাতে যায় ৷ ফলে নিয়ন্ত্রণ না রাখতে পেরে নয়ানজুলিতে উল্টে যায় বাসটি । শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ৷