পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Accident in Murshidabad : বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে বাস, মৃত 2 - মুর্শিদাবাদে নয়ানজুলিতে উল্টে গেল বাস

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল বাস ৷ এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কে (Bus Accident at Murshidabad) ৷

Murshidabad Accident
মুর্শিদাবাদে বাস দুর্ঘটনা

By

Published : Apr 13, 2022, 12:52 PM IST

Updated : Apr 13, 2022, 1:50 PM IST

বহরমপুর, 13 এপ্রিল : সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের ৷ করিমপুর থেকে ডোমকল হয়ে বহরমপুর যাওয়ার পথে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের নাজিরপুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে উল্টে যায় বাস ৷ বাসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির (2 Died in a Bus Accident in Murshidabad) ৷

প্রত্যক্ষদর্শীদের কথায়, ডোমকল হয়ে বহরমপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের নাজিরপুর সংলগ্ন এলাকায় বাসের চালক উল্টোদিক থেকে আসা একটি বাইক চালককে বাঁচাতে যায় ৷ ফলে নিয়ন্ত্রণ না রাখতে পেরে নয়ানজুলিতে উল্টে যায় বাসটি । শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ৷

আহত যাত্রীদের আর্তনাদ আর বাস উল্টে যাওয়ার শব্দে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা ৷ এলাকাবাসীর তৎপরতায় তড়িঘড়ি বাস যাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয় । তারই মধ্যে খবর পৌঁছয় ডোমকল থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্য়বস্থা করে পুলিশ । আহতদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে ওই বাইক আরোহীর বিষয়ে কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন :Road Accident In Samserganj : নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই লরি হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বাড়িতে

Last Updated : Apr 13, 2022, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details