মুর্শিদাবাদ, 4 মার্চ: কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা (Accident on Highway) ৷ বেসরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত 2 ৷ আহত হয়েছেন পাঁচ জন ৷ এদের মধ্যে একটি শিশু ও বাকি চার জন মহিলা ৷ শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দি থানার অর্ন্তগত যশোহরি এলাকয় ঘটনাটি ঘটেছে ৷ দুর্ঘটনার পরেই পলাতক অটোচালক ৷
জানা গিয়েছে, এদিন কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস অটোকে ধাক্কা মারে ৷ গুরুতর জখম নাজিরা বিবি, আলিম মির্জা, আলিসা খাতুন, জেসমিনা খাতুন কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । অটোতে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ৷ কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে ৷ তবে মৃতদের পরিচয় জানা যায়নি ৷
আরও পড়ুন:পণ্যবোঝাই ট্রাকের পিছনে বাসের ধাক্কা, কমপক্ষে আটজনের মৃত্যু
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কান্দি থেকে কুলির দিকে যাত্রী বোঝাই একটি অটো যাচ্ছিল। অপরদিক থেকে কুলি থেকে কান্দির দিকে আসছিল একটি বেসরকারি বাস । রাজ্য সড়কে আটো ও বেসরকারি বাস দুটোই বেপরোয়াভাবে আসছিল । ফলে মুখোমুখি সংঘর্ষ হয় । যদিও ঘটনার পর থেকে আটোচালক পলাতক। এলাকাবাসীদের সহযোগীতায় সকলকে আটো থেকে বের করা হয় । খবর দেওয়া হয় কান্দি থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য । ঘটনার পরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷ দুর্ঘটনার পরেই এলাকায় যানজটের সৃষ্টি হয় ৷ পুলিশ এসে উদ্ধার কার্য শুরু ও যানজট নিয়ন্ত্রণে আনে ৷ পাশাপাশি পলাতক অটো চালকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন:চাকা ফেটে নিয়ন্ত্রণ হারাল ট্রেকার, চাকদায় পথ দুর্ঘটনার বলি 1