রঘুনাথগঞ্জ, 3 জুন : বজ্রাঘাতে মৃত্যু হল এক কলেজ ছাত্রীসহ একজনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বিকেল নাগাদ রঘুনাথগঞ্জ এক ব্লকের জামুয়ার নাইত গ্রামে মৃত্যু হয় কলেজ ছাত্রীর । নাম রেহেনা খাতুন (19)। অন্যদিকে জোতকোমল গ্রাম পঞ্চায়েতের জাগুনপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করার সময় মৃত্যু হয় একজনের ৷ নাম রাজেশ শেখ (32) ৷
এছাড়া রঘুনাথগঞ্জের জাগুনপাড়াতেই বাজ পড়ে গুরুতর জখম হন আরও একজন ৷ নাম এমদাদুল হক ৷ তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ৷ একইদিনে রঘুনাথগঞ্জ থানায় দুইজনের মৃত্যুতে কার্যত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।