পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইটভাটার গর্তের জলে ডুবে মৃত 2 শিশু - murshidabad medical college and hospital

ইটভাটার কাটা গর্তে পড়ে মৃত্যু হল দুই শিশুর ৷ দুঘণ্টা পর তাদের খুঁজতে গিয়ে গর্তের পাশে শিশুদের জুতো দেখতে পায় পরিবার। জলে নেমে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ।

ইটভাটার গর্তের জলে ডুবে মৃত 2 শিশু
ইটভাটার গর্তের জলে ডুবে মৃত 2 শিশু

By

Published : May 19, 2021, 9:27 PM IST

সাগরপাড়া, 19 মে : সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের ইট ভাটার মারণ ফাঁদের বলি দুই শিশু। মঙ্গলবার সন্ধ্যার এই দুর্ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সাগরপাড়া থানার দয়ারামপুরে। মৃত দুই শিশুর নাম মুরসেলিম শেখ (9) ও নিলুখা খাতুন (7)। ঘটনার পর থেকে পলাতক ইটভাটার মালিক।

পরিবার সূত্রে খবর, গত সোমবার ইদে মামার বাড়িতে বেড়াতে এসেছিল দুই ভাইবোন। মঙ্গলবার বিকেলে তারা দুজন ইটভাটার পাশে বাগানে খেলছিল। পরিবার অনুমান, কোনও কারণে দুজন ইটভাটার ভিতরে ঢুকেছিল এবং সেখানেই দুজনে ইটভাটার খোঁড়া গর্তের জলে পড়ে যায়। দুঘণ্টা পর তাদের খুঁজতে গিয়ে গর্তের পাশে শিশুদের জুতো দেখতে পায় পরিবার। জলে নেমে উদ্ধার করা হয় দুই ভাইবোনের মৃতদেহ।

তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ ৷ দেহ দুটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :খেলতে গিয়ে ইটভাটার গর্তের জলে ডুবে মৃত 3

প্রসঙ্গত, 16 মে রানিতলা থানার এক ইটভাটার খোঁড়া গর্তে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় তিন শিশুর। ঘটনার তিনদিনের মাথায় ঘটনার পুনরাবৃত্তি পাশের থানার এক ইট ভাটায়। বারবার একই ঘটনা ঘটায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী।

ABOUT THE AUTHOR

...view details