সাগরপাড়া, 19 মে : সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের ইট ভাটার মারণ ফাঁদের বলি দুই শিশু। মঙ্গলবার সন্ধ্যার এই দুর্ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সাগরপাড়া থানার দয়ারামপুরে। মৃত দুই শিশুর নাম মুরসেলিম শেখ (9) ও নিলুখা খাতুন (7)। ঘটনার পর থেকে পলাতক ইটভাটার মালিক।
পরিবার সূত্রে খবর, গত সোমবার ইদে মামার বাড়িতে বেড়াতে এসেছিল দুই ভাইবোন। মঙ্গলবার বিকেলে তারা দুজন ইটভাটার পাশে বাগানে খেলছিল। পরিবার অনুমান, কোনও কারণে দুজন ইটভাটার ভিতরে ঢুকেছিল এবং সেখানেই দুজনে ইটভাটার খোঁড়া গর্তের জলে পড়ে যায়। দুঘণ্টা পর তাদের খুঁজতে গিয়ে গর্তের পাশে শিশুদের জুতো দেখতে পায় পরিবার। জলে নেমে উদ্ধার করা হয় দুই ভাইবোনের মৃতদেহ।