সামশেরগঞ্জ, 8 জানুয়ারি : পুলিশের পাতা ফাঁদে ধরা দিল বাইক চোরাচালানকারী চক্রের দুই সদস্য । ধৃতদের জেরা ও বাড়ি তল্লাশি করে উদ্ধার হয়েছে চুরি যাওয়া 12 টি মোটর বাইক । গতকাল সামশেরগঞ্জের পুঠিমারি এলাকার ঘটনা । ধৃতদের নাম পিয়ার জাহান ও হাসানুজ্জামান ওরফে ডালিম । আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন জঙ্গিপুরের পুলিশ সুপার । 7 দিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন জানিয়ে আজ জঙ্গিপুর মহাকুমা আদালতে পেশ করা হয়েছে ।
পিয়ারের বাড়ি মালদার বৈষ্ণবনগরে এবং ডালিম মালদার কালিয়াচকের বাসিন্দা । জানা গেছে, সুতি-সামশেরগঞ্জ এলাকায় রোজ বাইক চুরির ঘটনা পুলিশের কাছে আসে । অভিযোগ, কিছু পাচারকারী বাইরের থেকে এসে চুরি করছে । পরে তা ঝাড়খণ্ডে চালান করে দিচ্ছে ।