পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 19, 2019, 5:07 PM IST

ETV Bharat / state

পাচারের আগে উদ্ধার 183টি গোরু, ডুব সাঁতার দিয়ে পালাল পাচারকারীরা !

183টি গোরু কলাগাছের ভেলায় চাপিয়ে পাচার করা হচ্ছিল । বাংলাদেশে পাচারের আগেই তা উদ্ধার করে BSF ।

উদ্ধার 183টি গোরু

বহরমপুর, 19 অগাস্ট : বাংলাদেশে পাচারের আগে সীমান্ত এলাকা থেকে 183টি গোরু উদ্ধার করল BSF । সেইসঙ্গে তারা নিষিদ্ধ কাফ সিরাপের 625টি বোতলও উদ্ধার করে । তবে, পাচারকারীদের ধরতে পারেনি বহরমপুরের হারুডাঙা BPO (বর্ডার আউট পোস্ট)-র BSF জওয়ানরা ৷

গোরুগুলিকে কলাগাছের ভেলায় চাপিয়ে পাচার করা হচ্ছিল । BPO-র BSF জওয়ানরা জানান, গতরাতে নৌকা নিয়ে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় পাচারকারীদের গতিবিধি নজরে আসে তাঁদের । ধাওয়া করে 183টি গোরু আটক করে । রাতের অন্ধকারে ডুব সাঁতার দিয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে দাবি BSF-র ।

উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপের 625টি বোতল

ইদের আগে থেকে বাংলাদেশে গোরু পাচার বেড়ে গেছে । একজোড়া গোরু পাচার করলে মেলে 5-6 হাজার টাকা । তাই সীমান্তে গোরু পাচার করতে মরিয়া হয়ে উঠেছে পাচারকারীরা । BSF-র দাবি, এই পাচার কাজে মহিলাদেরও ব্যবহার করা হচ্ছে ।

BSF সূত্রে খবর, পাচার রুখতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details