পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana: মুর্শিদাবাদে 17 জন পঞ্চায়েত সদস্যের গণ ইস্তফা - মুর্শিদাবাদে গণইস্তফা পঞ্চায়েত সদস্যের

আবাস যোজনার সুবিধা না-পেয়ে প্রায় দিনই পঞ্চায়েত অফিসে বিক্ষোভের ঘটনা ঘটছে ৷ জনতার ক্ষোভের মুখে পড়ছেন গ্রামের পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধানরা ৷ জনরোষ থেকে রেহাই পেতে এবার মুর্শিদাবাদে গণ ইস্তফা দিলেন 17 জন পঞ্চায়েত সদস্য (panchayat members resign)।

Awas Yojana
গণইস্তফা 17 পঞ্চায়েত সদস্যের

By

Published : Dec 24, 2022, 8:46 PM IST

গণরোষ থেকে বাঁচতে ইস্তফা 17 জন পঞ্চায়েত সদস্যের

মুর্শিদাবাদ, 24 ডিসেম্বর:আবাস যোজনার সুবিধা না-পাওয়ায় জনরোষে পড়ছেন গ্রাম প্রধান-সহ অন্যান্য মেম্বাররা (Murshidabad news) ৷ পরিস্থিতি এড়াতে মালিহাটি কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 17 জন সদস্য গণ ইস্তফা দিয়েছেন (17th panchayat members resign in Murshidabad)৷ শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু'নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে গণ ইস্তফা দিয়েছেন।

আরও পড়ুন: দলের পঞ্চায়েত সদস্য ও নেতাদের আবাস যোজনায় ঘর না নেওয়ার আবেদন কোচবিহার তৃণমূলের

আবাস যোজনার দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি (Awas Yojana) ৷ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভরতপুরের এই ঘটনা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও ভরতপুর 2নম্বর ব্লক আধিকারিক আশিস মণ্ডল জানিয়েছেন, শনিবার ছুটির দিনে এভাবে ইস্তফা গ্রহণ করা হয়নি । তবে ওনারা যদি মঙ্গলবার এসে ইস্তফা জমা দেন তাহলে সেটি গ্রহণ করা হবে।

আরও পড়ুন: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনা তালিকায় নাম, বাতিলের আবেদন পঞ্চায়েত সদস্যের

এই প্রসঙ্গেই প্রধান শেখ নাসিরুদ্দিন জানান, সে সমস্ত মানুষ আবাস যোজনার ঘর পাওয়ার অধিকারী তাঁরা পাননি (Awas Yojana Scheme)। মাটির ঘর, টিনের চাল, ত্রিপল টাঙ্গিয়ে কষ্ট করে বাস করছেন, তাঁরা ঘর পাচ্ছেন না । 2018 সালের তালিকা অনুযায়ী যাদের নাম নেওয়া হয়েছিল তাদের নাম বাদ পড়ে গিয়েছে আবাস যোজনার তালিকা থেকে । তাই ইস্তফা দিয়ে সাধারণ কর্মী রূপে কাজ করবেন তাঁরা । গ্রামের উপপ্রধান মণিকা দাস বলেন, "বেশ কিছু মেম্বার আছেন যারা এমন দূর্নীতি করছেন । সেই কারণে ইস্তফা দেওয়ার চিন্তা করেছি ।"

ABOUT THE AUTHOR

...view details